চীনকে দমাতে ভারত ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল আনছে

0
14

দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ভারতীয় সেনার জন্য সিগ সয়ার রাইফেল আনানো হচ্ছে
সোমবার (২৮ সেপ্টেম্বর) অতিরিক্ত ৭২,০০০ অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দিয়েছে ভারত।
চীনের সঙ্গে সংঘাতের আশঙ্কায় আমেরিকার কাছ থেকে আরও অ্যাসল্ট রাইফেল আনছে ভারত।
রাইফেল কিনতে খরচে হবে ৭৮০ কোটি টাকা। এই নিয়ে ।

ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে অ্যাসল্ট রাইফেলের ঘাটতি মেটাতে ফাস্ট-ট্র্যাক ক্রয় চুক্তি-র আওতায় প্রথম দফায় ৭২,৪০০ সিগ সয়ার রাইফেল কিনেছিল ভারত।
দ্বিতীয় দফায় আরও ৭২,০০০ অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ব লাদাখের চিনের লালফৌজের সঙ্গে চরম সংঘাতের প্রেক্ষিতেই দ্রুত আরও ৭২,০০০ রাইফেল কেনার অনুমোদন দিল ভারত।

ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে ৭৮০ কোটি টাকার অ্যাসল্ট রাইফেল ছাড়াও সবমিলিয়ে প্রায় ২ হাজার ২৯০ কোটি টাকার সামরিক অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম কেনার প্রস্তাবে সোমবার সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।
এদিন ডিফেন্স অ্য়াকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠক ছিল।
সেখানেই অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কেনার বিষয়টি চূড়ান্ত হয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য আট লাখ অ্যাসল্ট রাইফেলের প্রয়োজন। ধাপে ধাপে তা কেনা হবে।
শুধু রাইফেল নয়, আরও সামরিক সরঞ্জাম কেনার ছাড়পত্রও দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here