দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরালদ দারমানিনের বরাতে বিসিবি জানায়, ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদারের পুরাতন কার্যালয়ের সামনে ওই হামলা চালানো হয়। যা ‘স্পষ্টতই ইসলামপন্থী সন্ত্রাসবাদের কাজ’।
ফ্রান্সের প্যারিসে রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর পুরোনো অফিসের বাইরে ছুরি হামলায় যে চারজন আহত হয়েছেন, তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে পাকিস্তানী বংশোদ্ভূত ১৮ বছর বয়সী এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ছয়জনকে হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তারা টেলিভিশন প্রযোজনা সংস্থায় কর্মরত ছিলেন। ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আহতদের জীবন এখন আর মৃত্যু ঝুঁকির মধ্যে নেই’।
২০১৫ সালে রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর এই কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় ১২ জন সংবাদকর্মী নিহত হয়। ওই ঘটনায় করা মামলার শুনানি চলতি মাসে প্যারিসে শুরু হয়েছে।