থাইল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা খর্ব এবং প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার এর পদত্যাগ দাবিতে ব্যাংককে চলা সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।
পুলিশ জানিয়েছে, অন্তত ১৫ হাজার মানুষ ওই বিক্ষোভে অংশ নেয়। তবে, বিক্ষোভ ছিলো শান্তিপূর্ণ। সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।
নতুন সংবিধানের পাশাপাশি নির্বাচনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।গত জুলাইয়ের মাঝামাঝি থেকেই থাইল্যান্ডে বর্তমান ক্ষমতাশীনদের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু হয়।
২০০৬ সালের ১৯শে সেপ্টেম্বর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়।এমন বিক্ষোভে করোনাভাইরাসের বিস্তার বাড়তে পারে বলে আশঙ্কা করছে থাইল্যান্ড।