নির্বাচনের ফলাফল হার হলেও ক্ষমতা ছাড়বেননা ট্রাম্প

0
8

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে বাকযুদ্ধে জড়াচ্ছেন বাইডেন এবং ট্রাম্প।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে শান্তিপূর্ণ ‍উপায়ে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের দল হেরে যাওয়ায় নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।
হেরে গেলে শান্তিপূর্ণ উপায়ে প্রতিপক্ষ জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ’আগে দেখি সামনে কি ঘটতে যাচ্ছে’।

এ বিষয়টি এড়িয়ে গিয়ে ব্যালট বাক্সে ভোট দেয়া নিয়ে সমালোচনা করেন ট্রাম্প।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ২০২০ সালে নানাধরনের বাকবিতণ্ডা, নানা অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। কিন্তু এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে আমেরিকার ডাক ব্যবস্থা।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান সমর্থকদের উদ্দেশ্যে বলছেন এবারের নির্বাচনে আমাদের হারার সম্ভাবনা একমাত্র একটা কারণেই- যদি নির্বাচনে কারচুপি হয়।

 

তার প্রতিপক্ষ জো বাইডেন একটি টক শোতে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, ‘প্রেসিডেন্ট এই নির্বাচন চুরি করতে যাচ্ছেন।’

সবচেয়ে নজিরবিহীন বিষয় হলো এ প্রসঙ্গে তারা দুজনেই ডাক ব্যবস্থার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। এ বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নজিরবিহীনভাবে আলোচনার কেন্দ্রে আমেরিকার ডাক ব্যবস্থা।

চার বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে সামাজিক মাধ্যমে জনমত জরিপের সন্দেহজনক অ্যালগরিদম বা হিসাবনিকাশ, রুশ হ্যাকিং এবং গোপন দলিলপত্র ফাঁস এসব নিয়ে হুলুস্থুল হয়েছিল।

নির্বাচনে হেরে গেলেও ক্ষমতা হস্তান্তরে নারাজ ট্রাম্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here