বন্দুকযুদ্ধে কাশ্মীরে দুই অস্ত্রধারী নিহত

0
6

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আওয়ান্তিপোরা শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই অস্ত্রধারী নিহত হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে ওই মধ্যরাতে অস্ত্রধারীদের খোঁজে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। এসময়, পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় দুই অস্ত্রধারী।
নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।
পুলিশ জানায়, অস্ত্রধারীদের আস্তানা থেকে একে ফরটি সেভেন, একে ফিফটি সিক্সসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের কোন সদস্য আহত হয়নি বলেও নিশ্চিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here