বয়স ভিন্ন ভিন্ন নির্ধারণ করে দেখতে পারবে নেটফ্লিক্স ভিডিও বয়স উপযোগী ভিডিও দেখাবে নেটফ্লিক্স জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে তাদের সব ভিডিওতে। প্রতিটা ভিডিওতে লেবেল দিয়ে উল্লেখ করা হয়েছে যে, কোন কোন বয়সী দর্শক কোন কোন ভিডিও কনটেন্ট দেখতে পারবেন। এতে সাধারণ দর্শকদের দেখতে হবে না প্রাপ্তবয়স্কদের উপযোগী কোনও ভিডিও। যার লেভেল যেটা সে সেই লেভেলের ভিডিও দেখতে পারবে। লেভেল জুড়ে দিতে ক্যাটালগ অনুযায়ী সব ভিডিও দেখতে হয়েছে নেটফ্লিক্সের কর্মীদের। এরপর তারা এক এক করে বয়সভিত্তিক লেবেল জুড়েছেন ভিডিওর দৃশ্যপট ও সংলাপের ভিত্তিতে। যৌনতা, সহিংসতা ও অশ্রাব্য শব্দ ইত্যাদি বিবেচনা করে অ্যালগরিদম করা হয়েছে। ফলে বয়স উপযোগী ভিডিও বাছাই করা সম্ভব হবে। আর এই কাজে কারিগরি সহযোগিতা করেছে ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন (বিবিএফসি)। বিবিএফসির প্রধান নির্বাহী ডেভিড অস্টিন বলেছেন, ভিডিওতে বয়সভিত্তিক লেবেল বসানোয় এখন নিশ্চিন্তে চলচ্চিত্রপ্রেমীরা পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন পছন্দমতো ভিডিও। ব্রিটিশ সরকার সবার জন্য নতুন প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান যুক্তরাজ্যের ডিজিটাল অ্যান্ড কালচারাল মিনিস্টার ক্যারোলিন ডিনেনাগে।