ভয়াবহ আগুন লেগেছে মক্কার জাবাল আমাদ পাহারে

0
12

সৌদি আরবের মক্কার মায়সান অঞ্চলের জাবাল আমাদ পাহাড়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে।
মক্কা আল মুকাররমা প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে জাবাল আমাদে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তখনই আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা।

টুইট বার্তায় মক্কার কর্তৃপক্ষ জানায়, মায়সানের জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়।
ফায়ার মাউন্ট আরমেদ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যমকর্মীরা বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, পাহাড়ে দ্রুতগতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। উচুনিচু রাস্তা এবং গাছপালার ঘনত্বের কারণে আগুন নিয়ন্ত্রেণে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

 

একই সময়ে, গবাদিপশুর খর বহনকারী গাড়িতে আগুন লাগে। পুড়ে যায় ২০টি ট্রাক। তীব্র বাতাসে ওই সময় সেখানে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে।

গেলো মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে হাফার আল বাতিনে একটি জনবহুল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাদের শঙ্কা ছিল অগ্নিকাণ্ড থেকে লেবাননের বৈরুত বন্দরের মতো বিস্ফোরণের কোনো দুর্ঘটনা ঘটে কী না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here