করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারো ইতালিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল,চলতি মাসেই মারা গেছেন ১১ হাজারের বেশি। এর মধ্যেই গত ২১ নভেম্বর থেকে লাৎসিও বিভাগে রাত ৯টার মধ্যে সুপার মার্কেটসহ দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ডেউয়ে বেসামাল ইতালি। আক্রান্তের সংখ্যা প্রতিদিন গড়ে ৩০ হাজারের ওপরে থাকায় হাসপাতালগুলোতে শয্যা খালি নেই। সংকটাপন্ন রোগীদের অ্যাম্বুলেন্সে রেখেই হাসপাতালের সামনে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। নতুন নতুন নির্দেশনা আর নিষেধাজ্ঞা জারি করেও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
ফাইজার ইউরোপীয় ইউনিয়নের জন্য যে ৩০ কোটি ডোজ ভ্যাকসিন বরাদ্দ করেছে, তা থেকে ইতালি পাবে প্রায় ৩ কোটি ডোজ। আগামী ১৫ জানুয়ারির পর দেশটি এই ভ্যাকসিন পেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধরাশুরুতে ১৭ লাখ মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত রয়েছে, যেখানে অগ্রাধিকার পাবেন ।