তাজুল ইসলাম (তারেক),সিঙ্গাপুর প্রতিনিধি:
সিঙ্গাপুরে ইন্দোনেশিয়ার এক নারী কে হত্যার দায়ে আহমেদ সেলিম নামে এক বাংলাদেশী প্রবাসী মৃত্যুদন্ড দিয়েছে একটি আদালত।১৬.০৯ .২০২০ ইং বুধবার দ্য স্ট্রেইট টাইমস জানা হয়েছে। ৩১ বছর বয়সী সেলিম ২০১৮ সালে ৩০ ডিসেম্বর নূরহিদায়তি ওয়াটনো সুরতা নামে আরেক প্রবাসী গৃহকর্মী হোটেলে ডেকে খুন করেন সেলিম । দেশটির কৃর্তপক্ষ তাকে ইচ্ছুক খুনের দায়ে অভিযুক্ত করেন। এদিকে সেলিম খুনের কথা স্বীকার করেন , আদালত তাকে জানিয়েছেন বান্ধবীর প্ররোচনায় জন্য এই কাজ টি করতে বাধ্য হন।কারন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ৩৪ বছর বয়সী এই নারী বলেন আরেক জন পেয়েছি।তা তোমার চেয়ে ভাল । প্রতি রবিবার এক সঙ্গে সময় কাটাতেন ,তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হত ৩০ ডিসেম্বর এই রাতে হোটেলে নিয়ে যান ওয়াটনো সুরতা কে বালিশ চাঁপা দিয়ে তাকে শ্বাসরোধ করেন মেরে ফেলে ন সেলিম। ওই দিন রাতে পুলিশ সুরতার লাশ উদ্ধার করেছেন । পরের দিন সকালে তাঁকে গ্রেফতার করেন পুলিশ। সেলিম বিভিন্ন রকমের কর্ম কান্ড জরিত ছিল যানা গেছে। সিঙ্গাপুরে এক আদালত তাকে ফাঁসি র রায় ঘোষণা দেন।