বাইডেন নিচেছন কর্মক্ষমতা বাড়াতে ট্রাম্প

0
21

নির্বাচন এর দিন ঘনিয়ে আসছে।২৯ শে সেপ্টেম্বর থেকে দুই প্রার্থীর বিতর্ক হওয়ার কথা রয়েছে।

বিতর্কে ভাল করতে এবং কর্ম ক্ষমতা বাড়াতে বাইডেন ড্রাগ গ্রহণ করছেন।বিতর্কের আগে তিনি তার ড্রাগ পরিক্ষার দাবী জানান

এ প্রসঙ্গে প্রথমে কোনও মন্তব্য করতে রাজি না হলেও পরে বাইডেন বলেন, তিনি কিছু একটা গ্রহণ করছেন। যা তাকে নির্মলতা জাতীয় কিছু দিচ্ছে।
দুই প্রার্থীর মধ্যে যে তিনটি বিতর্ক হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর হবে তার প্রথমটি। এর আগে বাইডেনের ড্রাগ পরীক্ষার দাবি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনিও পরীক্ষা করাবেন বলে জানান।
এর জবাবে ফ্লোরিডা রেডিও স্টেশনকে বাইডেন বলেন, আমি বিতর্কের অপেক্ষায় আছি। ট্রাম্প বোকা এবং তার মন্তব্যগুলোও বোকামিতে পূর্ণ।
রিপাবলকিান প্রার্থী ট্রাম্প (৭৪) দীর্ঘ সময় ধরে ভোটারদের কাছে টানার চেষ্টা করে যাচ্ছেন। ট্রাম্প এখনও পর্যন্ত জনমত জরিপগুলোতে বাইডেনের (৭৭) চেয়ে পিছিয়ে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here