এক বন্ধুকধারীর গুলিতে ২ জনের মৃত্যু নিউইয়র্কে

0
15

১২ জন মানুষের ভিরে এ ঘটনাটি ঘটেছে রচেস্টারে। কোভিডের এই ভশাবহতার মাঝেঔ জ্বলে উঠল বারুদ। নিউইয়র্কের গুডম্যান স্ট্রিট এবং পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউর কাছের এক জমায়েতে গুলি চলে। স্থানীয় আধিকারিক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার, দুপুর সাড়ে ১২-টার সময়ে এই ঘটনা ঘটে। এখনও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। অন্ততপক্ষে ১২ জনের ওপর গুলি চলে। এর মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে বলে জানা যাচ্ছে। এঘটনাটি কে ঘটিয়েছে বা গুলি চালাল, এ বিষয়েও এখনও কিছু জানা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here