শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।বুধবার (২২জুন) উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন ও যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা যুবলীগ সদস্য নাজমুল হুদা সংগ্রাম, তোফাজ্জল হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান সাজিদ, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ দাস, সাংবাদিক শওকত হাসান, আবির হাসান প্রমুখ।
অপর দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির উপজেলার বানভাসি মানুষের খোঁজ খবর নিচ্ছেন ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এর পাশাপাশি অন্যান্য সংগঠনও উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছে।
উপজেলা যুবলীগ আহবায়ক বলেন হাফিজ উদ্দিন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা উপজেলা যুবলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছি।