এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ বানিয়াচংয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাঈম মিয়া((২৬) কে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। সে উপজেলা সদরের পূর্ব তোপখানা গ্রামের জিতু মিয়ার ছেলে। জানা যায় নাঈম এর একটি মামলায় তিন বছরের সাজা ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড হয়।সাজা হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। ১৭ আগষ্ট সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে বানিয়াচং অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের এর নির্দেশনায় এস আই আব্দুর রহমান ও এস আই আব্দুস ছাত্তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নেমে থানা এলাকা হইতে উক্ত আসামীকে গ্রেফতার করেন। আজ তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।