ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা জানো সামান্য তুষের তুলার মত কোন কলারকে পাত্তাই দিল না ইংল্যান্ডের ব্যাটিং। কেপটাউনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে রাসি ভ্যান ডার ডুসেন মাত্র ৩২ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস ৩৭ বলে ৫২ রান করেন। এছাড়া টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৩২ রান।
ইংলিশদের পক্ষে বেন স্টোকস ২টি উইকেট লাভ করেন। ১৯২ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৫ রানে জেসন রয়কে (১৬) হারালেও জস বাটলার ও ডেভিড মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি হয়নি মালানের। ৪৭ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন তিনি। বাটলার অপরাজিত থাকেন ৪৬ বলে ৬৭ রান করে। এ জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় মরগানরা। ম্যাচ ও সিরিজ সেরা হন ডেভিড মালান।