বিশ্বসেরা ফুটবলের জাদুকর ও ফুটবল জগতের রাজা। গত কয়েকদিন ধরে লিওনেল মেসি আর আঁতোয়ান গ্রিজমানকে নিয়ে বেশ শোরগোল হচ্ছে। গ্রিজমানের এক স্বজন অভিযোগ করেছেন, মেসির কারণেই তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই গ্রিজমান ফর্ম হারিয়ে ফেলেছেন।এরপর ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে মেসি বলেছিলেন, এত অভিযোগ শুনতে শুনতে তিনি ক্লান্ত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মেসির বার্সেলোনা সতীর্থ গ্রিজমান। ‘ইউনিভার্সো ভালদানো’ নামের এক অনুষ্ঠানে গিয়ে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে গ্রিজমান বলেন, ‘আমি যখন এই ক্লাবে যোগ দিয়েছিলাম, তখন দলবদল পিছিয়ে দেওয়া এবং বার্সেলোনায় যোগ দেব না- এসব বলার জন্য ক্ষমা চেয়েছি। আমি মেসিকে বলেছি, এ ক্লাবের জন্য মাঠে আমার সর্বোচ্চ দেব। যখন প্রথম এসেছি, তখনই মেসির সঙ্গে কথা বলেছি। তখন আমাকে মেসি বলেছিলেন, যখন প্রথমবার আমি ক্লাবে যোগ দিইনি, তখন উনি বেশ বিপদে পড়েছিলেন। কারণ তিনি প্রকাশ্যেই আমার দলবদলের ব্যাপারে কথা বলেছিলেন। এখন প্রতিদিনই টের পাই যে তিনি আমার পক্ষেই আছেন।’ বিতর্কের শুরুটা আসলে করেছেন গ্রিজমানের সাবেক এজেন্ট এরিক ওলহাটস এবং মামা এমানুয়েল লোপেজ। এ বিষয়ে গ্রিজমান বলেন, ‘সে (ওলহাটস) আমার জীবনে একসময় খুব গুরুত্বপূর্ণ ছিলেন। কিন্তু এখন তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। যেদিন বিয়ে করেছি, সেদিন থেকেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিয়েতে তাকে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম কিন্তু আসেনি। এ কারণেই তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিনি। আমার মা-বাবাও এরিকের সঙ্গে কথা বলেন না। তাহলে তার সঙ্গে কে কথা বলতে যাবেন? তিনি অনেক ক্ষতি করতে পারেন, ড্রেসিংরুমে অনেক ঝামেলা সৃষ্টি করতে পারেন।’ এরপর আসে মামা এমানুয়েল লোপেজের প্রসঙ্গ। ওলহাটসের মতো মামার কথাও উড়িয়ে দেন গ্রিজমান, ‘আমার মামা জানেই না ফুটবলে কী হয়। আর সাংবাদিকেরা তার কাছ থেকে কথা বের করেছে, আমি মেসিকে বলেছি এদের সঙ্গে আমার কথা হয় না। আমার কাছে তো আমার মামার নম্বরও নেই।
সর্বশেষ সংবাদ
পাইকগাছা থানার ইনচার্জ এজাজ শফীর একুশে স্মৃতি সম্মাননা পদক লাভ বিভিন্ন মহলের অভিনন্দন
মোঃ ফসিয়ার রহমান :-
কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা জেলার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী অমর একুশে স্মৃতি সন্মাননা পদক লাভ করেছেন।
স্বাধীনতা সংসদ...
পাইকগাছার দেলুটিতে অপরিচিত একব্যক্তির মৃত দেহ উদ্ধার: ওসির ঘটনাস্থল পরিদর্শন
মোঃ ফসিয়ার রহমান :-
পাইকগাছার দেলুটি ইউপিতে অপরিচিত পরিত্যক্ত একব্যক্তির মৃত দেহ উদ্ধার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার দেলুটি ইউনিয়নের জকারহুলায় ইউপি সদস্য...
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আশুগঞ্জে বর্ণাঢ্য রেলিও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ নাহিদ সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি...
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখতে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
আজ (২৭ফেব্রুয়ারী) শনিবার দুপুরে টাঙ্গুয়ার...
নবাবগঞ্জে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্ভোধন
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সোবহান আলম ২৭ ফেব্রুয়ারি, রোজ শনিবার সকাল ১১ঘটিকায়। নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের মধ্য খালিপপুর দ্বি - মূখী উচ্চ বিদ্যালয় এর...