দক্ষিণ মৌচাক ছাএ ও যুব সমাজ কর্তিক আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুনামেন্ট ২০২০

0
19

। মোঃ ইয়াছিন হাওলাদার টঙ্গি গাজীপুর প্রতিনিধি। বিস্তারিত : দক্ষিণ মৌচাক ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়াডে আয়োজিত হতে যাচ্ছে, ফরম বিতরনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর পর্যন্ত, রোজ শুক্রবার। টুনামেন্টের অবধারিত এন্টি ফি, ২০০০ টাকা। প্রথম উইনারদের জন্য পুরুষ্কার থাকছে এল ই ডি টিভি, রানার্সআপ এর জন্য থাকছে একটি স্মার্ট ফোন। দীর্ঘ অপেক্ষার পরে হতে যাচ্ছে একটি সুনামধন্য খেলা, মানুষের ভালোবাসার খোরাক, ঐতিহাসিক করিমন নেছা স্কুল মাঠে ফুলবল খেলাটি হতে যাচ্ছে, আপনারা সকলেই আমন্ত্রিত। ফুটবল মানেই, বলের সাথে বাঁ পায়ের জাদুর যত ম্যাজিকাল সম্পর্ক, চোখগুলোকে মন্ত্রমুগ্ধের মত টানে। ফুটবল ডিফেন্ডারকে বোকা বানানোয় পারদর্শী। যার দূরন্ত ম্যাজিকাল বাঁ পায়ের টাচের কাছে মাথা নত করে প্রতিপক্ষ থেকে সমালোচক। দলটার মূল কিছু প্লেয়ার না থাকলেও যার জন্য “আরে, চিন্তা করিসনা, কেউ না থাকুক গুরুদেব আছে তো!” বলে একে অন্যকে ভরসা যোগায়। তাহলেই মনেবল আসে মনে। নিয়মাবলি: টুনামেন্টেটি লকআউট পূর্বে পরিচালিত হবে, পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী চুড়ান্ত হিসেবে গন্য হবে, ফরম নেওয়ার সময় ৫০% টাকা বাকী মাঠে নামার পূর্বে দিতে হবে, টিমের খেলোয়াড়দের যথা সময়ে উপস্থিত থাকতে হবে, নিজ নিজ সরজ্জাম নিয়ে মাঠে নামতে হবে, খেলোয়াড়দের বয়স ১৮/১৯ এর নিচে হতে পারবে না। কোন ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। উক্ত খেলার কমিটি, মোঃ রাকিবুল ইসলাম, শহিদুল ইসলাম, মমিনুর ইসলাম মুন্না, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন :মো: আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, কালিয়াকৈর উপজেলায় ছাএলীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here