রিপোর্টঃ নেত্রকোণা জেলা প্রতিনিধি আব্দুর রশিদঃ
নেত্রকোণার কলমাকান্দায় ভিশন-টি২০ ক্রিকেট টুনামেন্টের সেমিফাইনালে ৬ ওভার হাতে রেখেই জয়ের দেখা পাই সেইছাহানী একাদশ।প্রথমে ব্যাট করতে নেমে নাজিরপুর বাজার একাদশ ২০ ওভার ব্যাট করে ১৩৫ রান করে।জবাবে সেইছাহানী একাদশ ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্ধরে পৌঁছে যায়।
উক্ত খেলায় ভিশন-টি২০ ক্রিকেট টুনামেন্টের সভাপতি,২ নং নাজিরপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কুদ্দুস (বাবুল) বলেন,দেশে দীর্ঘ দিন ধরে কোভিট-১৯ চলার কারণে আমাদের যুব সমাজ যাতে কোন অপকর্ম, মাদক এবং নেশার সঙ্গে জড়িয়ে না পরে এজন্যই ভিশন-টি২০ ক্রিকেট টুনামেন্টের আয়োজন করা হয়।