ময়মনসিংহের ফুলফুরের স্কুল মাঠের ১০ বছরের জলাবদ্ধতা নিরসন করলেন ইউএনও।

0
10

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়া হাইস্কুল খেলার মাঠের জলাবদ্ধতা বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার। জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে স্কুল মাঠের বদ্ধপানি নিরসনের ব্যবস্থা করেন তিনি। প্রায় ১০ বছর ধরে ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের চরম ভোগান্তি কারণ ছিল এই জলাবদ্ধতা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া হাইস্কুল মাঠে বর্ষার মৌসুমে হাটু পানি জমে থাকে। এতে স্কুলের ছাত্র-ছাত্রীরা খেলাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়। বিড়ম্বনায় পড়ত বাজারের ক্রেতা-বিক্রেতারাও। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১০ বছর আগে স্থানীয় প্রভাবশালীরা মাঠ সংলগ্ন রাস্তার পাশে সরকারি কালভার্ট বন্ধ করে দেন। এ কারণে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি জমে থাকে। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে জানান। খবর পেয়ে গতকাল পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন ইউএনও শীতেষ চন্দ্র সরকার। এ সময় স্থানীয় চেয়ারম্যানকে এলজিএসপি প্রকল্পের মাধ্যেমে পুনরায় কালভার্ট দিয়ে স্থায়ীভাবে পানি নিষ্কাশন করার পরামর্শ দেন। এ ব্যাপারে ইউএনও শীতেষ চন্দ্র সরকার জানান, যেখানেই জলাবদ্ধতা থাকবে দ্রুত সময়ে তা নিরসন করা হবে। এ ছাড়াও জলাবদ্ধকারীদের বিরুদ্ধে আইন-অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, বালিয়া ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম মোজাহীদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার, বালিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আবু এমরান তালুকদার প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here