বিস্তারিতঃ লিও মেসির সাথে সম্পর্ক খারাপ হয়েছে বার্সা কতৃপক্ষের। তার মধ্যেই তার বিভিন্ন দলে যাওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।লা-লিগার পরে কি তাহলে এবার সেরি-এ সাক্ষী থাকবে মেসি-রোনাল্ডো দ্বৈরথের। তার একটা আশা তৈরি হয়েছে।জল কিন্তু সেদিকেই গড়াচ্ছে। রোনাল্ডো রয়েছেন জুভেন্তাসেই ।
এই পরিবর্তিত পরিস্থিতিতে দল পরিবর্তন করতে পারেন তাঁর চির–প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই । ২০২১ সালের জুন মাসের পরই বার্সা ছাড়তে চলেছেন লিও। আসতে পারেন ইন্টার মিলানে । রেকর্ড অর্থে ইটালিতে আসতে পারেন তিনি। জুভেন্তাসে রোনাল্ডোর থেকেও বেশি অর্থ দেয়া হতে পারে তাকে।
খবর মেসির জন্য বার্সেলোনাকে ২৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে পারে ইন্টার। ইন্টারে গেলে বার্ষিক আয় বেড়ে হতে পারে ৫০ মিলিয়ন ইউরো। জুভে থেকে রোনাল্ডো বার্ষিক বেতন পান ৩১ মিলিয়ন ইউরো।