অনলাইন ডেক্স:
বিস্তারিত: ঢাকার ক্লাব ক্রিকেটে বেশ পরিচিত মুখ ছিলেন এমদাদ হোসেন নাঈম। ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে নিয়মিত খেলেছেন তিনি। ১২ দিন আগে এক মোটরবাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন এই ক্রিকেটার। বাইশ গজে অনেক ম্যাচে অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন তিনি।
শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাঈম। সেদিনই রাত ১০ টায় নিজ এলাকায় ধর্মশুর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, গত ২৬ জুলাই থানার রোহিতপুর এলাকায় মোটরবাইক নিয়ে দুর্ঘটনার স্বীকার হয়ে মাথায় আঘাত পান নাঈম।
তিনি আরী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে কিছুদিন আগে বাসায় ফেরেন নাঈম। অতঃপর বাড়িতেই চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার রাতে মারা যান এই অলরাউন্ডার।