শারমিন শাহরিয়ার ইতি। চাটখিল উপজেলা প্রতিনিধি। চাটখিল, নোয়াখালী।
বাংলাদেশ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান পদে পদায়িত হলেন চাটখিলের কৃতি সন্তান মোঃ সোহরাব হোসাইন। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব জনাব মোঃ সোহরাব হোসাইন বাংলাদেশ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান পদে পদায়িত হয়েছেন। আজ ১৬সেপ্টেম্বর (বুধবার) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের মেয়াদ শেষ হওয়ার পর মোঃ সোহরাব হোসাইন তার স্হলাভিষিক্ত হন। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি (পিএসসি)এর চেয়ারম্যানের নিয়োগ প্রদান করেন। মোঃ সোহরাব হোসাইন শিক্ষামন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসাবে কর্মরত অবস্থায় অবসরপ্রাপ্ত হন। মোঃ সোহরাব হোসাইন ১৯৬১সালের চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৮৪ সালে মেডিকেল সার্ভিস প্রশাসন ক্যাডার পদে যোগদান করেন।