আর্থিক অনুদান প্রদান করেন সিন্দুকছড়ি জোন

0
36

মো: ফয়সাল খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

সাধারন মানুষের কাছে ভালোবাসার আরেক নাম বাংলাদেশ সেনাবাহিনি। এবং সাধারন মানুষের পাশে এই বাংলাদেশ সেনাবাহিনির সিন্দুকছড়ি জোন। এবং বিপদের সময় সাধারন মানুষের পাশে আরেক ভালোবাসা নাম মেজর জুনায়েদ বিন কবির জি। আজ ২৮/৮/২০২০ তারিখ সিন্দুকছড়ি জোনে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার বিএ-৪৫৪১ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহারিয়ার জামান afwc,psc,g ও মেজর জুনায়েদ বিন কবির জী মহোদয় আর্থিক অনুদান প্রদান করেন। এবং তাদের মধো কল্পনা বালা নাথ- স্বামী মৃত নারায়ন গচ্চাবিল মানিকছড়ি মেয়ের জন্য ১০০০০ দশ হাজার টাকা প্রদান করেন। উদক মিত্র ভিক্ষু- পিতাঃ মৃত সত্য জিৎ চাকমা লক্ষিছড়ি চোখের চিকিৎসার জন্য ১০০০০ দশ হাজার টাকা প্রদান করেন মোছাঃ হালিমা বেগম স্বামী আব্দুল জলিল বড়পিলাক গুইমারা স্বামীর চিকিৎসার জন্য ৭০০০ সাত হাজার টাকা প্রদান করেন। মোঃ আব্দুর রাজ্জাক পিতাঃ মোঃ আব্দুর কালাপানি গুইমারা প্রতিবন্ধি ছেলের চিকিৎসার-৫০০০ পাচ হাজার টাকা প্রদান করেন। এবং অনুদান পাওয়া সকলে বাংলাদেশ সেনাবাহিনির সিন্দুকছড়ি জোন এর মেজর জুনায়েদ কবির জি মহোদয়কে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here