গাজীপুর প্রতিনিধি, মোঃ হোসেন মিয়া।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের নির্দেশে জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কোনাবাড়ী থানা ছাত্রলীগ নেতা মো. রবিন আহমেদ এর ব্যক্তিগত উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) বিকেলে বাঘিয়া নদীর পাড়, কাতলা খালী, জয়ের টেক, কড্ড এলাকার দুইশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, স্যালাইন ও সাবান। এ সময় গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেওয়ান মনির ও সাবেক মহানগর ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী শাহাদাত সহ স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন