গোপালগঞ্জ সদর উপজেলার ১৯ নং রঘুনাথপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের সিলনা গ্রামের রাস্তার বেহাল অবস্থা

0
33

শান্ত রাজীব গোপালগঞ্জ প্রতিনিধি রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে গ্রামবাসী। মাননীয় প্রধানমন্ত্রীর নিজ জেলার একটি পরিচিত গ্রাম। গ্রামের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত একটি ১ কিলোমিটার বা ১ কিলোমিটারের বেশি একটি ইটের ভাঙ্গা রাস্তা চলে গেছে। গ্রামের ৯০% লোকের প্রধান পেশা কৃষি। বাজারে যাওয়া আসা এই রাস্তা দিয়ে হয়। এলাকাবাসী জানায় কয়েকবার জনপ্রশাসনকে অবহিত করলেও গত ৩-৪ বছরেও কোনো সুরাহা হয়নি। বৃষ্টিতে রাস্তার অবস্থা হাটা চলা করারও অনুপযোগী হয়ে যায়। গ্রামের ভিতর কোনো ভ্যান বা গাড়ি প্রবেশ করতে পারেনা, করলেও সে গুলো ঝুঁকির সম্মুখীন হয়। জনপ্রশাসন সরেজমিনে দেখতে আসলে অবাক হবেন যে, গোপালগঞ্জ তথা বাংলাদেশে এখনও এমন রাস্তা আছে! সুদীর্ঘকাল ধরে আমরা দেখে আসছি,কিছু প্রজেক্টের লোকজন এসে রোডের দের্ঘ্য প্রস্থ পরিমাপ করে যায়।আমরা একটা সপ্নময় ভালো রাস্তার কথা চিন্তা করতে থাকি।কিন্তু বার বার নিরাশার এবড়ো থেবড়ো রাস্তায় অনেকেরই হোচোৎ খেতে হয়। রাতে চলাচল আরো ভয়াবহ,কৃষি নির্ভর গ্রামটিতে গাড়ি বিহীন রাস্তায় ঘরমাক্ত শরীরে কাচামাল বয়ে নিয়ে কতটা কষ্টের, আমাদের এই খেটে খাওয়া মানুষেরা মর্মে মর্মে উপলব্ধি করে। এছাড়া দুই ডাঙ্গার প্রায় আড়াই হাজার বিঘার এর বেশি জমির ধান রাস্তা সংস্কারের অভাবে মাথায় করে বয়ে আনতে হয়।এই হাড় ভাঙ্গা খাটুনি একমাত্র ভুক্তভোগী কৃষকেরা বোঝে। ভুক্তভোগী গ্রামবাসীর মানুষেরা দ্রুত রাস্তা সংস্কারের দাবী জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here