ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত।

0
11

আরিফ হোসেন, ঝালকাঠি প্রতিনিধি।
বিস্তারিত: ঝালকাঠিতে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী । অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন। পরে অসহায় নারীদের বিনামূল্যে ১২টি সেলাই মেশিন দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here