টাংগাইলে বাসাইলে বন্যার্তদের ডক্টর’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

0
10
 August 21, 2020 মোঃতারেক ইসলাম সিয়াম, টাংগাইলে প্রতিনিধি :
\ টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে ডক্টর’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাসাইল পৌর এলাকা ও কাউলজানী ইউনিয়নের বিভিন্ন এলাকার একশ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ায় প্রতিষ্ঠিত ডক্টর’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এ সাত্তার মিয়া, বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এরআগে গত ১৬ আগস্ট এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাঞ্চনপুরের পানিবন্দি মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করে। প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সখীপুর ও বাসাইল উপজেলার অসহায় ব্যক্তিদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here