নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৪৭ জন, মৃত্যু ১

0
9

রিয়াজ উদ্দিন রুবেল নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। মৃত ব্যক্তি কবিরহাট উপজেলার। সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২৫ জন, মৃত্যু-৭৯ জন ও সুস্থ হয়েছেন দুই হাজার ৮৬৮ জন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ১৪ জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জে ৫জন , সোনাইমুড়ীতে ১জন , সেনবাগে ৬জন, কোম্পানীগঞ্জে ১০জন, কবিরহাটে ৭জন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক হাজার ৩৭৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here