বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে,ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি’র করোনা সামগ্রী বিতরন।

0
18

……………………………… বিশেষ প্রতিনিধি মোঃকাঞ্চন লস্কর ১/৯/২০২০ইং বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপির নির্দেশনায়, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর মঙ্গলবার বরিশাল মহানগর অাওয়ামী লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গীর ও বরিশাল জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড তালুকদার মোহাম্মদ ইউনুস শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর পরিচালক ডা. মো. বাকির হোসেন এর নিকট উচ্চ মাত্রায় অক্সিজেন সরবরাহের জন্য হাই-ফ্লো ন্যাসাল ক্যানোলাসহ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, ইনডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সুদীপ হালদার, অাউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী তুহীন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here