। শারমিন শাহরিয়ার ইতি চাটখিল উপজেলা প্রতিনিধি।
চাটখিল,নোয়াখালী নোয়াখালীর চাটখিল উপজেলার কৃতি সন্তান মোঃ গোলাম সারোয়ার কে মালেয়শিয়ার নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করানো হয়। মোঃ গোলাম সারোয়ার কূটনৈতিক পেশায় বিশ্বের বিভিন্ন স্থানে দায়িত্ব প্রাপ্ত ছিলেন।তিনি ইয়াংগুন,কুয়ালালামপুর,কাঠমুন্ডু, ওয়াশিংটন ডিসি এবং সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে স্ব-গৌরবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার কে মালেয়শিয়ার হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। মোঃ গোলাম সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তারপর তিনি ১০তম বিসিএস এর মধ্যদিয়ে পররাষ্ট্র ক্যাডার পদে যোগদান করেন। গোলাম সারোয়ার নোয়াখালীর চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের ৬নং সানোখালী গ্রামের সন্তান। মালেয়শিয়ার নবনিযুক্ত হাই কমিশনার নির্বাচিত হওয়ার সন্তুষ্টি প্রকাশ করেন এলাকাবাসী।