আলী আজীম,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদে মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি ও করোনা ভাইরাস প্রতিরোধে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ আগস্ট) সকাল ১০ টায় সোনাইলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিট পুলিশিং কার্যক্রম উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।মোংলা থানার পক্ষ থেকে মোংলা থানার এস,আই, অমিত কুমার বিশ্বাস,এ এস আই আমিরুল ইসলাম ও পুলিশ সদস্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারজিনা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইলতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ও আওয়ামীলীগ সভাপতি সরদার জসিম উদ্দিন,ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য,আমড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মাদক নির্মূলের পাশাপাশি ইভটিজিং এবং চুরি-ডাকাতি বন্ধে এলাকার সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিটি পরিবারের লোকজন সচেতন হলে এবং পুলিশকে অপরাধীদের ব্যাপারে সহযোগিতা করলে মাদকসহ সব ধরনের অপরাধ সমাজ থেকে চিরতরে নির্মূল করা সম্ভব হবে।
সর্বশেষ সংবাদ
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালিত
আকরাম হোসেন রিপন
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ৭ই মার্চ উপলক্ষ্য উপজেলা প্রশাসন...
কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন।
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় শেখ কামাল আন্তঃ...
গাজীপুরে স্থানীয়দের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
আকরাম হোসেন রিপন, কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক ব্যবস্থাপনায় ৬০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের...
ইতালির বারে গুলিবর্ষণ, প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩
ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো নিহত হয়েছেন।
ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারিয়েছেন। বান্ধবীকে হারিয়ে...
শুধুমাত্র হাত পরিষ্কার থাকলেই আমরা ৮০ ভাগ রোগ থেকে মুক্তি পেতে পারি বললেন সিমিন...
আকরাম হোসেন রিপন (কাপাসিয়া) গাজীপুর আমাদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ। আর শুধুমাত্র হাত পরিষ্কার রাখলে আমরা আশি পার্সেন্ট...