তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইলে চাচাতো ভাই এর লাশ দেখে চাচাতো-বোনর মৃত্যু হয়। তাঁরা খেলাধুলা, বেড়ানো, বেড়ে ওঠা- সবই ছিল একসঙ্গে। আর তাই ভাইয়ের মৃত্যুশোক সইতে পারেনি ছোট বোন। বড় ভাইয়ের লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ মঙ্গলবার সকালে হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে ময়মনসিংহ জেলার নান্দাইল শেরপুর ইউনিয়নের পাঁচরুখি গ্রামে। এদিকে ভাই-বোনের এমন মৃত্যুতে পরিবার-স্বজন এবং এলাকবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মো. সোহরাব উদ্দিন মণ্ডল (৬৫)। গতকাল সোমবার শেষ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই মারা যান চেয়ারম্যান সোহরাব উদ্দিন মণ্ডল। তাঁর আকস্মিক মৃত্যুতে যখন পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, ঠিক তখনই চাচাতো বোন মোছাম্মৎ সুফিয়া খাতুন (৬২) শেষবারের মতো লাশ দেখতে আসেন ভাইয়ের। এ সময় কাফন পরানো মুখের কাপড় সরিয়ে দেখা মাত্রই ভাই রে বলে চিৎকার দিয়ে জ্ঞান হারান। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলে। কিন্তু এর মধ্যেই মৃত্যুবরণ করেন তিনি।