হবিগঞ্জ বানিয়াচংয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

0
11

এস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা :

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২০ উদদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্দোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কোভিড-১৯ সংকট স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল -শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা এ শ্লোগানকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী । সভাপতি ইউএনও মাসুদ রানা তার বক্তব্যে বলেন, বানিয়াচং একটি বিশাল বড় গ্রাম। তাই এ গ্রামের মানুষ সর্বক্ষেত্রে বড় হতে হবে। আর বড় হওয়ার সর্বোচ্চ উপায় হচ্ছে শিক্ষা। শিক্ষা লাভ করলে আপনি আলোকিত মানুষ হতে পারবেন।তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ২১ লাখ নিরক্ষর মানুষকে স্বাক্ষর জ্ঞান দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলায় প্রতিটি ক্লাষ্টারের অধীনে ১০ ভাগ করে স্বাক্ষরতার হার বাড়ানোর জন্য বলা হয়েছে।তিনি আরও বলেন, নৌকায় চড়লে মানুষ লাইফ জ্যাকেট পরিধান করেন। তেমনি মানুষের জীবনকে আলোকিত করতে লাইফ সাপোর্ট হিসেবে আপনাদের সন্তানদের স্বাক্ষর জ্ঞান ও উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহন করার পর প্রতিটি স্তরের মানুষকে স্বাক্ষর জ্ঞান দিতে বিপুল পরিমান বরাদ্দ দিয়েছিলেন। তাছাড়া বিভিন্ন এনজিও সংস্থা ও নিরক্ষর মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে কাজ করছেন। উপজেলা চেয়ারম্যান আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকারের তরফ থেকে ২১ লাখ মানুষকে স্বাক্ষর জ্ঞান দেয়ার যে পদক্ষেপ নেয়া হয়েছে সে মহতী কাজটি করে যাচ্ছেন। এজন্য উনাকে আমি ধন্যবাদ জানাই।পাশাপাশি উনার এসকল কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আসুন সরকারের শতভাগ স্বাক্ষরতা আন্দোলনে শরীক হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাই। সভায় এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন.উপজেলা কৃষি অফিসার এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম,হবিগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর, প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী আব্দুল কাইয়ুম,পিআইও মলয় কুমার দাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here