রিপোর্ট মো: আরিফ হোসেন , ঝালকাঠি জেলা প্রতিনিধি:- ঝালকাঠি সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৭) আগষ্ট বিকাল ৪টায় সরকারী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো: আশিকুর রহমান শাওন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা যুবলীগের আহ্বায়ক ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো: শফিকুল ইসলাম শফিক, বিশেষ অতিথী ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম, আল আমীন।আর ও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ এর মোঃআরিফ হোসেন,মোঃআলিম সরদার। প্রধান অতিথী তার বক্তৃতায় বলেন, “সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশের জন্ম হত না। এ মহান নেতাকে স্বপরিবারে যারা নৃশংসভাবে হত্যা করেছে, প্রবাসে পলাতক সেই সকল খুনীদের দেশে ফিরিয়ে এনে এই বাংলার মাটিতে ফাঁসি কার্যকরের দাবী জানান। তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। ” দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি সরকারী কলেজের ইমাম হাফেজ মাওলানা মো: নুর উদ্দীন। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।