আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ০৭ টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।

0
17

এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধিঃঃ
বিস্তারিতঃ হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ০৭ টি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
১২ আগস্ট বুধবার দুপুর ১২ ঘটিকার সময় আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০১৮ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান।

অভিযানে সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০১৮ অনুসারে-

১। শিরন মিয়া (৩২), পিতা আকবর মিয়া, সাং নগর, আজমিরীগঞ্জ কে ৩,০০০ টাকা
২। জয়সেন চৌধুরী (৩২), পিতা সঞ্জয় চৌধুরী, সাং আজমিরীগঞ্জ কে ২,০০০ টাকা
৩। মৃনাল কান্তি গোপ (৫২), পিতা মনিরঞ্জন গোপ, সাং আজমিরীগঞ্জ কে ৫,০০০ টাকা
৪। আলম মিয়া (২৫), পিতা নুরুল হক, সাং বিরাট, আজমিরীগঞ্জ কে ১,০০০ টাকা
৫। মন্টু দাস (২৫), পিতা গুরুমোহন দাস, উদবপুর, আজমিরীগঞ্জ কে ১,০০০ টাকা
৬। জিনু রায় (৪৫), পিতা চবলা কান্তি রায়, বিরাট, আজমিরীগঞ্জ কে ২,০০০ টাকা
৭। প্রকাশ রঞ্জন রায় (২৫), পিতা প্রীতি রঞ্জন রায়, সাং আজমিরীগঞ্জ কে ১,০০০ টাকা

মোট ০৭ জনকে ১৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার জন্য সকল ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

এ এস আই মহসিনের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এস এম খলিলুর রহমান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
তাং ১২/০৮/২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here