জিল্লুর রহমান সাগর বিশেষ প্রতিনিধি :
আজ মাগুরা জেলা শ্রীপুর উপজেলা শ্রীপুর সরকারি ড্রিগ্র কলেজ মাঠে আতিয়ার রহমান বুদী সৃতি ফ্রেন্ডশিপ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা আয়োজন করে হয়।
ফাইনাল খেলায় সার্বিক পরিচালনা করেন শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা বাবুল রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা। আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবলীগের নেতা জিল্লুর রহমান সাগর সাংবাদিক সহ আরো অনেকে। এ খেলায় মোট ৪ টি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় দুই টি দল অংশ গ্রহন করে শ্রীপুর সিক্সস একাদশ বনাম শ্রীপুর টাইটন্স একাদশ।
শ্রীপুর টাইটন্স একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শ্রীপুর সিক্সস একাদশ আগে ব্যাট করে ১১৫ রান করে। শ্রীপুর টাইটন্স একাদশ কে ১১৬ রানের টার্গেট দেন। শ্রীপুর টাইটন্স একাদশ এর অধিনায়ক জাহিদ দৃর্দান্ত সুচনা করে। তিনি ৬ টি ৪, ১ টি ৬ এ ইনিংস জয় সুচক ৩৬ রান করে ম্যান অবদ্যা ম্যাচ হন। শ্রীপুর টাইটন্স একাদশ ৪ উইকেট ২ ওভার হাতে রেখে জয় লাভ করে। পরিশেষে শ্রীপুর টাইটন্স একাদশ জয় দলের হাতে পুরুষ্কার তুলে দেন বাবুল রেজা।