চিফ রিপোর্টার :
স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা বাঁচবো, বাঁচবে আমাদের প্রিয় মাতৃভূমি। আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করে শিক্ষার মানোন্নয়ন হচ্ছে। পিছেয়ে পড়া শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে।
আমাদের দেশপ্রেম জাগ্রত করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। সমাজে বিভেদ সৃষ্টি করা যাবে না। নাটোরের লালপুরের পাইকপাড়া দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব কথা বলেন। সূত্রে জানা যায়, সোমবার (১২ এপ্রিল ২০২১) স্বাস্থ্যবিধি মেনে ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
দুড়দুড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুল আলম মক্কেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সেলিম রেজা, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আরো বলেন, দুদিনের এই জিন্দেগিতে আমাদের ভালো কাজ করতে হবে। কোরআন ও হাদিসের আসল ব্যাখ্যা দিতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। মনে রাখতে হবে দেশ আমাদের। সঠিক পথ দেখাবে শিক্ষা ব্যবস্থা-এটা আমি মনে করি।