রিপোর্টঃ নেত্রকোণা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ।
নেত্রকোনা জেলার কলমাকান্দা দূর্গাপুর পূর্বধলা এই তিন উপজেলা নিয়ে আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয় ৩৫ সদস্য বিশিষ্ট ২৬/১১/২০২০ইং তারিখে।কেন্দ্রীয় আইব সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার এর স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। আঠ জনকে উপদেষ্টা করে সভাপতি জয়াতা হাজং ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ রতন আব্দুল রশিদ আকন্দ সিনিয়রসহ সভাপতি,এডঃস্বরবিন্দু হাজং স্বপন-সহ সভাপতি,মোঃখোকন মিয়া-সহ সভাপতি,সুশান্ত চন্দ মুন্টি-সহ-সভাপতি,জুনায়েদ ইবনে মর্তুজা(ফাহিম)-যুগ্ম -সাধারণ সম্পাদক,রাজিব সরকার-যুগ্ন-সাধারণ সম্পাদক,হাবিবুর রহমান-যুগ্ন-সাধারণ সম্পাদক,এস,এম রফিকূল ইসলাম রফিক-সাংগঠানিক সম্পাদক,নয়ন হাজং(রনি)যুগ্ন-সাংগঠানিক সম্পাদক,বিউটি রানী রায়-অর্থ বিষয়ক সম্পাদক,মোঃশহিদুল ইসলাম-প্রচার সম্পাদক,মোঃসোহেল ব্যাপারী-দপ্তর সম্পাদক,রীনা হায়াৎ-মহিলা বিষয়ক সম্পাদক,এডঃবিপুল হাজং-আইন বিষয়ক সম্পাদক,মতিন মৃধা সহ আইন বিষয়ক সম্পাদক,অনল হাজং-ক্রীড়া বিষয়ক সম্পাদক,দোলন হাজং-সাংস্কৃতিক সম্পাদক,আব্দুল হক-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,মোঃআবুল কালাম আজাদ-শ্রম বিষয়ক সম্পাদক,নাবিল জাহাঙ্গীর টুলু-তথ্য প্রযুক্তি ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক,মোঃদেলোয়ার হোসেন-কার্যনির্বাহী সদস্য,মোঃরেজাউল করিম(মামুন)কার্যনির্বাহী সদস্য,মোঃসিদ্দিকুর রহমান-কার্যনির্বাহী সদস্য,ভূপেশ আজিম-কার্যনির্বাহী সদস্য,আব্দুর রশিদ-কার্যনির্বাহী সদস্য প্রমূখ কমিটির মেয়াদ আগামী ৩১/১২/২০২১ইং তাং পর্যন্ত বলবৎ থাকবে।