গাজীপুর জেলা প্রতিনিধি, মোঃ হোসেন মিয়া
বিস্তারিতঃ গাজীপুরে নদ- নদীর পানি কমতে থাকলেও বন্যা কবলিত এলাকার মানুষেরা নানাভাবে দুর্ভোগ পড়াচ্ছেন ।
কালিয়াকৈর উপজেলাতে বন্যায় প্রায় ২৮০ কিলোমিটার পাকা, আধাপাকা ও কাঁচা রাস্তা পানিতে তলিয়ে গেছে ।
দীর্ঘসময় পানিয়েত তলিয়ে থাকায় এসব সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়েছে ।
এত বন্যা এলাকায় বানভাসি মানুষের চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন । এখনো অনেক এলাকার মানুষ পানি বন্ধী রয়েছে ।