মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল ঘাটাইলে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রনোদনা (এসএমই) ঋণ বিতরণ করা হয়েছে। এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ,আজ বৃহস্প্রতিবার (১২আগষ্ট) দুপুরে উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে বিআরডিবির চেয়ারম্যান রুহুল আমীন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল বিআরডিবির উপ পরিচালক এস. এম. জুয়েল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সমবায়ীসদস্যবৃন্দ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রনোদনার আওতায় ঘাটাইল উপজেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারের মাঝে ২৫ লাখ টাকা বিতরণ করা হয়। এই প্রকল্পের সুবিধাভোগীদেরকে ৪% মুনাফায় ১৮ কিস্তিতে ২ বছর মেয়াদী এ প্রনোদনা ঋণ প্রদান করা হয়েছে বলে জানান সংশ্রিষ্টরা।