এস কে সুজন হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জ চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলা সহ ৫ জন আহত হয়েছে।গুরুতর আহত আংগুরা খাতুন (৪৫) ও তার স্বামী কদর আলী (৫১) কে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি ও রাবেয়া খাতুন (২২), মুহিব উদ্দিন(১৭), মরম আলী (২২) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এর মধ্যে আহত আংগুরা খাতুনের অবস্হা আশংকাজনক হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল রাত ৮ টার দিকে। হাসপাতালে ভর্তিকৃত আহত কদর আলী জানায়, ফলন্ত গাছ কাটা নিয়ে একই গ্রামের আলী নেওয়াজ, ইব্রাহিম, আব্দাল মিয়া সহ ৫/৬ জনের একদল লোক তাদের বাড়িতে দেশিও অশ্র নিয়ে হামলা করে মারধর করে আহত করে।এসময় হামলাকারীরা তাদের বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।পরে তাদের শোরচিৎকারে আসে পাশের লোকজন এসে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।