ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা :
বাংলাদেশ ছাত্র মজলিস বানিয়াচং উপজেলা শাখা কমিটি পূর্ণগঠন। ২৭ নভেম্বর শুক্রবার বানিয়াচং উপজেলা আদমখানী আল ফালাহ জামে মসজিদে শাখা সভাপতি ছাত্রনেতা আব্দুল গফফার এর সভাপতিত্বে সেক্রেটারি সাইফুল ইসলাম সুরুজ এর পরিচালনায় এক সহযোগি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সবায় সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২০২০/২০২১ সালের জন্য বানিয়াচং উপজেলা কমিটি গঠন করা হয়। সহযোগি সভাপতি- আব্দুল গফফার সেক্রেটারি- সাইফুল ইসলাম সুরুজ বায়তুলমাল সম্পাদক-আশরাফ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক- মাহদী হাসান সাইফ, অফিস সম্পাদক- নাঈম আহমদ ও মুহা.নাহিদ আহমদ কে প্রচার প্রকাশনা সম্পাদক করে উপজেলা শাখা পূর্ণগঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি ছাত্রনেতা ফয়সল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর শাখার খেলাফত মজলিসের সভাপতি সাবেক ছাত্রনেতা মাও শেখ শাহজাহান,খেলাফত মজলিস উপজেলা সহ সাধারন সম্পাদক মাষ্টার জাকির হোসাইন,সাবেক উপজেলা সভাপতি হাফেজ জহির উদ্দিন সোহেল,সাবেক উপজেলা সভাপতি(জগন্নাথপুর) তারুণ্যের অহংকার মাও. হা. রিয়াদ আল আসাদ।পরে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।