চিফ রিপোর্টার :
জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২১ উপলক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার ২৮ এপ্রিল দরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শাহাব উদ্দিনের সভাপতিত্বে দরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার। এসময় উপস্থিত ডাক্তার সুরুজ্জামান শামীম, লালপুর থানার পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক,জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা সহ হাসপাতালের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত নারী পুরুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। শেষে দরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।