September 5, 2020 মোঃতারেক ইসলাম সিয়াম, টাঙ্গাইল প্রতিনিধি :
বিস্তারিত :টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা শাখা। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ৯’শত পরিবারের হাতে তুলে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণ, সুজি ও চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।