মোঃ হেলাল তালুকদার স্টাফ রিপোর্টার
বেসরকারী আন্তর্জাতিক সাহায্যকারী উন্নয়নমুলক সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে শারীরিক দুরত্ব বজায় রেখে ১২৫১ জন উপকার ভোগী শিশু পরিবারকে নিয়ে গিফট ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুুপুর ১২টায় গুডনেইবারস ঘাটাইল সিডিপির অফিস প্রাঙ্গণে এ গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গুডনেইবারস ঘাটাইল সিডিপির ম্যানেজার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান । এসময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,মেডিক্যাল অফিসার ডা.শুভ বসাক,প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন,প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার সহ অন্যরা। এসময় সম্পন্সর শিশুদের মাঝে ৫টি খাতা,৪টি কলম,৫০০গ্রাম মসুরের ডাউল,৫০০গ্রাম তৈল,৫টি মাক্স,১টি সাবান,১ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।