চিফ রিপোর্টার :
নাটোরে লকডাউন ও রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে বাজার পরিদর্শন ও মনিটরিং করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে শহরের নীচাবাজার এলাকার কাঁচা বাজার, মাছ, মাংস ও মুদিখানার দোকান সহ বিভিন্ন দোকান পরিদর্শন ও দ্রব্যমূল্য মনিটারিং করা হয়। এসময় তিনি বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।
বাজার মনিটারিংকালে জেলা প্রশাসক সকল ব্যবসায়ীকে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান জানান। নির্ধারিত দামের চেয়ে নিত্যপণ্যের অতিরিক্তি দাম নেওয়া হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ শাওন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন ।