ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দূর্গতদের পুনর্বাসনের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বাড়ির সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম তাজুল ইসলাম এমপি, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।