ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় আকস্মিক অগ্নিকান্ডে বসতঘরের আসবাবপত্র, ডেকোরেটর দোকানের মালামাল, নগদটাকাসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত সোমবার রাত দেড়টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত তা কেউ নিশ্চিত করে জানাতে না পারলেও ক্ষতিগ্রস্থরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। অগ্নিকান্ডে ব্যাবসায়ী শরিফ মিয়া, দুলাল মিয়া, লিটন মিয়া, হেলিম মিয়া, শিক্ষক কাননসহ পরিতোষ, ইসহাক মিয়া, রোকন মিয়া, আবু তালেব ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।