নওগাঁ মহাদেবপুরে জানাজা শেষে মিঠু মাষ্টারের লাশ দাফন সম্পূর্ণ

0
14

মো: সোহাগ রহমান সুজন, নওগাঁ জেলা প্রতিনিধি:

বিস্তারিতঃ মহাদেবপুরে ১২ আগষ্ট বুধবার প্রবীণ শিক্ষক মিঠুর জানাজা শেষে লাশ দাফন সম্পূর্র্ণ হয়েছে।

গত ১১ আগষ্ট মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি

এবং নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলালের ভাই আরশাদুজ্জামান মিঠু মাষ্টার (৬৫) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
বুধবার সকাল ১১টায় উক্ত বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সাংসদ আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেয়।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here