নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে কোভিড ১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোনবার (২৬ এপ্রিল) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এবং স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এর সার্বিক সহযোগিতায় তার নিজ কার্যালয়ে সন্ধ্যায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.আনিসুজ্জামান তুহিন, সদর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মো.সোরহাব হোসেন,গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.রাজিব আহম্মেদ রাজু সহ স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে। অসহায় মানুষের পাশে থেকেই কাজ করে যাচ্ছে টাঙ্গাইল -৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।