মোঃ বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধি :
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে নাটোর জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা, মানবিক সহায়তা কার্যক্রম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ অনলাইনে সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নাটোর মহোদয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলার দায়িত্ব প্রাপ্ত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মান্যবর সচিব জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সভায় সংযুক্ত থেকে মূল্যবান বক্তব্য রাখেন আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম (বকুল), সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রত্না আহমেদ, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ সাইদুর রহমান, পুলিশ সুপার, সিভিল সার্জন, নাটোরের সকল উপজেলার উপজেলা চেয়ারম্যান, ইএনও, পৌরসভা মেয়র, ডিডি এনএসআই, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।